• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পা ভাঙা রোগীকে নিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স, আহত ৪

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ মার্চ ২০২৪, ০১:০৭
পা ভাঙা রোগীকে নিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স, আহত ৪
ছবি : সংগৃহীত

ঝালকাঠি-বরিশাল মহাসড়কে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রোগীসহ ৪ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পা ভাঙা একজন রোগী নিয়ে ঝালকাঠির কাঁঠালিয়া যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি। হঠাৎ সামনের চাকা নষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রোগীর সঙ্গে তিনজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে অ্যাম্বুলেন্সে যে রোগী ছিল তার তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়