• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

কুমারখালীতে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ১৪ মার্চ ২০২৪, ০৬:৪১
কুমারখালীতে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা
ছবি : আরটিভি

কুষ্টিয়ার কুমারখালীতে নৌকায় ভোট করা নিয়ে পূর্ববিরোধে আমিরুল ইসলাম নান্নু (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম উত্তর চাঁদপুর এলাকার মৃত জলিল শেখের ছেলে। তিনি জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করতেন।

হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছেন নিহতের স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত জাতীয় নির্বাচনে নিহত নান্নু নৌকায় ভোট করেছিলেন। এ নিয়ে স্বতন্ত্র বিজয়ী প্রার্থীর লোকজনের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিদেন তলা বাজার থেকে মোটরসাইকেলযোগে উত্তর চাঁদপুরে নিজ বাড়িতে ফিরছিলেন নান্নু। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যায়। রাত সাড়ে ৯টায় আমিরুলের বাড়ি থেকে ৩শ মিটার দূরে একটি কলাবাগানে তার ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম।

তিনি জানান, পূর্ববিরোধে তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
জাহাজের ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা: র‍্যাব
কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা