• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

দাওয়াত খেয়ে ফেরার পথে যুবতীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ মার্চ ২০২৪, ০৭:০২
দাওয়াত খেয়ে ফেরার পথে যুবতীর মৃত্যু
সুমাইয়া। ছবি : সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকায় ট্রাকচাপায় সুমাইয়া (২০) নামে এক যুবতী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার হবু বর ফরহাদ হোসাইন।

বুধবার (১৩ মার্চ) রাত ১০টায় বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাটি সড়কের সেতু কাটাফাঁড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।

নিহত সুমাইয়া চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৯নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকার বদিউল আলমের মেয়ে। ফরহাদ হোসাইন চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৫নং ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের ছেলে।

জানা যায়, ঈদের পরে ফরহাদ হোসাইন ও সুমাইয়ার বিয়ের কথা ছিল। তিন মাস আগে দুজনের বিয়ের বিষয়টি পারিবারিকভাবে চূড়ান্ত হয়। মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সুমাইয়া মারা যান। ফরহাদও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পেকুয়া থানার ওসি বলেন, ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সুমাইয়া নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়