বাগেরহাটে ১৬ লাখ টাকার জাল নোটসহ আটক ১
বাগেরহাটে ১৬ লাখ টাকার জাল নোট, বিপুল পরিমাণ সরঞ্জাম ও জাল টাকা তৈরির মেশিনসহ মো. ফয়সাল ইউনুস (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে বাগেরহাট পৌরসভার যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সামনের আলহাজ্ব আব্দুল গফুর প্লাজার ৬ষ্ঠ তলায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে আটক করে।
আটক মো. ফয়সাল ইউনুস কচুয়া উপজেলার বারোদারিয়া গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে।
বাগেরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সামনের আলহাজ্ব আব্দুল গফুর প্লাজার ৬ তলায় অভিযান চালায়। এ সময় মহিউদ্দিন শেখের ছেলে ফয়সাল ইউনুসকে (৩৫) জাল নোট তৈরির সামগ্রীসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ফয়সাল ইউনুস ৪ মাস পূর্বে বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরির কাজ করে আসছিল।
এ চক্রের অন্য সদস্যদের আটকের জন্য পুলিশ কাজ করবে বলে জানান তিনি।
মন্তব্য করুন