• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

তারাবি পড়তে গিয়ে নিখোঁজ, ভুট্টাখেতে মিলল মরদেহ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ মার্চ ২০২৪, ১৯:৫২
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ, ভুট্টা খেতে মিলল মরদেহ
ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টাখেত থেকে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী এলাকার একটি ভুট্টাখেত থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

আব্দুর রাজ্জাক হারুয়াবাড়ী এলাকার সুরুজ্জামানের ছেলে। তিনি স্থানীয় সানন্দবাড়ী এলাকায় ভুট্টার ব্যবসা করতেন।

দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, রোববার সন্ধ্যায় তারাবি নামাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান আব্দুর রাজ্জাক। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। সোমবার সকালে বাড়ির পাশে একটি ভুট্টাখেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার
কীর্তনখোলায় স্পিডবোটডুবি, নিখোঁজ ৩ জনের সন্ধান এখনও মেলেনি
নিখোঁজের ১০ দিন পর খালে মিলল একজনের মরদেহ
নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার