• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাসপাতালের অভ্যন্তরে গাঁজার বাগান!

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মার্চ ২০২৪, ০২:২৬
ফরিদপুর, জেনারেল হাসপাতাল, মুজিব সড়ক
ছবি : সংগৃহীত

ফরিদপুর জেনারেল হাসপাতাল অভ্যন্তরে গাঁজার বাগানে পরিণত হয়েছে যদিও কেউ বলছেন গাঁজার গাছ, কেউ বলছেন ভাংগাছ তবে সবাই বলছেন দুটি গাছই নেশাজাতীয় গাছ দিনের পর দিন কয়েকশ গাঁজার গাছ বেড়ে উঠলেও তা চোখে পড়েনি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাসপাতাল কর্তৃপক্ষের

একশ বছরের প্রাচীন ফরিদপুর জেনারেল হাসপাতাল জেলা সদরের মুজিব সড়কে অবস্থিত হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন কয়েকশ রোগী হাসপাতালের অভ্যন্তরে খেয়াল করতে পারেনি কর্তৃপক্ষ হাসপাতালের অভ্যন্তরে জনচলাচলের রাস্তার পাশেই জন্মেছে কয়েকশ গাঁজা কিংবা ভাংগাছ

জেনারেল হাসপাতালের উত্তর দিকে স্টাফ কোয়ার্টারের পথের পাশে হাসপাতালের উত্তর পাশে শত শত গাঁজার গাছের বেড়ে ওঠা যেন কেউ দেখতে পাননি অনেকে বলছেন, বছরের পর বছর ধরে এভাবেই গাঁজা কিংবা ভাংগাছগুলো বেড়ে উঠেছে

হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দারা জানালেন, প্রায় চার-পাঁচ বছর যাবত এই গাঁজার গাছগুলো বেড়ে উঠেছে আগে আরও বেশি ছিল অনেক গাছ কেটে তারা পরিষ্কার করেছেন তারপর আবার হয়েছে সবার সামনেই বেড়ে উঠেছে

তারা জানালেন, এমন গাছ হাসপাতালের অভ্যন্তরে রয়েছে এছাড়া জেলখানার সড়কের পাশে, শহরের রাস্তার ধারে কিছু কিছু জায়গায় গাছের দেখা মেলে তবে গাছগুলো অনেকটা দুপুরিয়া ফুলগাছের মতো দেখতে হওয়ায় ফুলগাছ ভেবে কাটা হয় না

জেলা সিভিল সার্জন বলেন, গাছগুলো কাটার জন্য বলা হয়েছে মাঝে-মধ্যেই গাছগুলো কাটা হয় আবার এমনিতেই গজিয়ে যায় সময়মতো লেবার না পাওয়ায় এবার কাটতে দেরি হয়েছে বলে জানান তিনি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮২
আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই বোন নুহা ও নাবা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭৫