• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মার্চ ২০২৪, ০৮:৪৬
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
জাহিদ খান ঝলক। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের নাগারপুরে জাহিদ খান ঝলক নামের এক ছাত্রলীগে নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জাহিদ খান ঝলক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সোমবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সলিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাহিদ খান ঝলক তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে, কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, গত কয়েক দিন পূর্বে ঝলকের সঙ্গে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রলীগ নেতা খুন হতে পারেন। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা আটক
অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করল ছাত্রলীগ নেতা