• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

সেনবাগে ভেজাল বিরোধী অভিযানে জরিমানা ৩৫ হাজার

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মার্চ ২০২৪, ২৩:০১
ছবি : আরটিভি

খাদ্যে ভেজাল ও মূল্য তালিকা না থাকা, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নোয়াখালীর সেনবাগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পৃথক দুটি স্থানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার রাস্তার মাথা ও কানকিরহাট বাজারে এ অভিযান চালানো হয়।

এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক মাহমুদ, সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার সফিকুর রহমান, সেনবাগ প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, সেনবাগ থানার এএসআই নুরুল হুদাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানগুলো হলো কানকিরহাট বাজারে রাজ্জাক বাণিজ্য বিতান ৩ হাজার, হাবিবুর ওষুধ বিতান ৫ হাজার, দিদার পল্ট্রি ৩ হাজার, জাফরান সুইস ৬ হাজার, আল্লার দান ফল বিতান ৮ হাজার ও রাস্তার মাথায় রুপম পশু খাদ্যের ১০ হাজার টাকাসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দোকানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ জিনিস রাখা ও বিক্রির অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পচা, মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র জব্দ করে কানকির হাট খালে ফেলে দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম জানান, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এই রকম অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
সেনবাগে উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক মিলন গ্রেপ্তার
সেনবাগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত