কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালাল গ্রেপ্তার
কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক দালালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২০ মার্চ) দুপুরে দুদকের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দালাল রতন চন্দ্র সরকার (৩৪)। তিনি সদর উপজেলার হিঙ্গনরায় গ্রামের কানুপদ সরকারের ছেলে।
জেলা দুদক অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানির দীর্ঘদিনের অভিযোগ ছিল। সেই সাথে তাদের পক্ষ থেকে ঘুষ দাবির অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয়ের একটি দল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেন। প্রথমদিকে দুদকের দলটির সদস্যরা ছদ্মবেশে প্রবেশ করে দালালকে চিহ্নিত করেন এবং পরে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাসপোর্ট সেবাগ্রহীতার নিকট থেকে টাকা গ্রহণকালে দালাল রতন চন্দ্র সরকারকে টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসীফ আদালত পরিচালনা করে গ্রেপ্তারকৃত দালালকে এক মাসের জেল ও একশত টাকা জরিমানা আদায় করেন।
এ ব্যাপারে দুদক সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, আমরা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালককে অফিস স্টাফদের সঙ্গে দালাল চক্রের অবৈধ তৎপরতার বিষয়ে সতর্ক করেছি এবং আউট সোর্সিং-এ আনসার সদস্যদের বিরুদ্ধে কিছু অভিযোগের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করি।
মন্তব্য করুন