• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

জাস্টিন ট্রুডোর জন্ম বাংলাদেশে!

আরটিভি নিউজ

  ২১ মার্চ ২০২৪, ১৭:৩৫
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (সংগৃহীত ছবি)

কাগজে-কলমে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের নাগরিক হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই ইউপির দেওয়া জন্মনিবন্ধন সনদে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরিচয় দেওয়া হয়েছে। নাম জাস্টিন ট্রুডো, পিতা পিয়েরে ট্রুডো, মাতা মার্গারেট ট্রুডো।

স্থানীয়রা বিষয়টি নিয়ে আহম্মদপুর ইউনিয়নের সচিব আওলাদ হাসানকে দুষছেন। তারা জানায়, আওলাদের ছত্রছায়ায় ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হোসেন টাকার বিনিময়ে যার তার নামে জন্মনিবন্ধন দিতেন। এ জন্য এমন ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সচিব আওলাদ হাসান বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। সার্ভারের ইউজার নেম ও পাসওয়ার্ড আমার কাছে থাকলেও নিলয় হয়তো কোনো সময়ে জেনে গেছে। আমার অগোচরে সে ওটিপি কোড নিয়ে এসব করেছে।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটা হয়তো কেউ হ্যাকড করে করেছে। বিষয়টি তদন্তধীন, দ্রুত আসল বিষয়টি জানা যাবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রুডোর সাথে সম্পর্ক ছেদ এনপিডির, কানাডায় আগাম নির্বাচন
ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন মিশেল বার্নিয়ের
সাবেক এলজিআরডি মন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়: তারেক রহমান