সিলেট সিটি করপোরেশনের ড্রেনেজ নির্মাণ কাজের জন্য শনিবার (২৩ মার্চ) নগরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ ৮ ঘণ্টা বন্ধ থাকার বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন সিস্টেমস লিমিটেড কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৩ মার্চ) ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেট নগর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা, সেনানিবাস এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক দরগাগেইট এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজের স্বার্থে উল্লিখিত সময়সূচির হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে।