• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

মিশুকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২৪, ১৭:০১
মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরমান (২২) নামে ব্যাটারিচালিত এক মিশুকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) সকালে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কের ঝাকরি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো. আয়নাল শেখের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার সন্ধ্যায় নিজের মিশুকটি নিয়ে বাড়ি থেকে বের হন আরমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে তাকে বা তার মিশুকটি পাওয়া যায়নি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, চালকের গলাকেটে হত্যার পর মিশুকটি নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা
হেনরী ও তার স্বামী লাবুর বিরুদ্ধে দুদকে ২ মামলা
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা 
সিরাজগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা