• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ মার্চ ২০২৪, ১০:৫৫
নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
ফাহিম খা। ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। তার নাম ফাহিম খা (১৭)।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে নরসিংদী-রায়পুরা সড়কের আমিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম আমিরগঞ্জের খা বাড়ির আওলাদ খার ছেলে। তিনি এসএসসি পাস করে বাবার সঙ্গে মিষ্টির দোকানের ব্যবসা দেখাশোনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান থেকে ইফতার করার জন্য মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বাসায় ফিরছিলেন ফাহিম। এক পথচারী রাস্তা পার হওয়ার জন্য রাস্তার মাঝামাঝি চলে এলে তাকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক করায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফাহিম ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে চাপা পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুর রহমান।

তিনি বলেন, এ ঘটনার পর স্থানীয়রা ফাহিমের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তাদের সঙ্গে কথা বলেছি তারা কোনো অভিযোগ করবে না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ বন্ধুর
স্ত্রী বাড়ি না ফেরায় ফেসবুকে পোস্ট দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, অতঃপর...
সড়কের ইট তুলে দেয়াল নির্মাণের অভিযোগ