বাস থেকে পড়ে যান হেলপার, মাথার ওপর দিয়ে চলে গেল চাকা
যশোরের চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজে পাশের ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে।
শামীম উপজেলার সুখপুকরিয়া ইউনিয়নের আড়সিংড়ী সুখপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে।
জানা গেছে, যশোর-চৌগাছার লোকাল রুটের ইউএ ট্রাভেলসের একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন শামীম। দুপুরে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে যশোরের দিকে যাওয়া এএ আফ্রিদি নামে একটি বাসে করে চৌগাছা ফিলিং স্টেশনে যাচ্ছিলেন তিনি। ফিলিং স্টেশনে পৌঁছে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। এ সময় বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌগাছা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক লুৎফুন্নেছা লতা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন