• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি : সংগৃহীত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম শংকর মালো (৪২)। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে অন্তর মালো (২০)।

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কে মাঝকান্দি মাজেদা জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শংকর মালো ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের মলিন মালোর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শংকর মালো তার ছেলে অন্তর মালোকে নিয়ে মোটরসাইকেলে করে কানাইপুর থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে অজ্ঞাত এক গাড়ির চাপায় ঘটনাস্থলেই শংকর নিহত হন। এতে তার ছেলে অন্তর গুরুতর আহত হন। অন্তরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী।

ওসি সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত অন্তর মালোকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত শংকর মালোর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক গাড়িটি বাস নাকি ট্রাক তা শনাক্ত করা যায়নি, শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না: জামায়াত আমির
ফরিদপুরে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
গাড়িচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত