ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত

পাথরঘাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪ , ০৩:০৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

বরগুনার পাথরঘাটায় রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকের চাপায় সাড়ে তিন বছর বয়সী খাদিজা নামের এক শিশু নিহত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলার ৬নং কাকচিড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাইনচটকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত খাদিজা ওই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে।

বিজ্ঞাপন

কাকচিড়া ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য মো. গিয়াস জানান, নিহত (শিশু) খাদিজা রাস্তা পার হচ্ছিল। এ সময় যশোর থেকে বরগুনাগামী একটি মালবাহী মিনি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে আটক করে। পরে পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত খাদিজার পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

আটককৃত চালক জাহাঙ্গীর আলম যশোরের ছোট মেঘলা জয়নাল আবেদীনের ছেলে।

বিজ্ঞাপন

জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার কথা জানার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |