ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মেহেরপুরে ট্রাকচাপায় শিশু নিহত

মেহরেপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ০৯:৫৯ পিএম


loading/img

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তাইফুজ্জামান নামের ৯ বছর বয়সী এক শিশু নিহেত হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নিহতের চাচা মাসুদ্দুজ্জামান (৪০)। স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর স্টেডিয়ামপাড়া থেকে চাচা মাসুদুজ্জামান তার ভায়ের ছেলে তাইফুজ্জামানকে নিয়ে  মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৌবাড়ীয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। শুকুরকান্দি নামক স্থানে পৌছুলে রাস্তার পাশে ইটভাটা থেকে আসা একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার ওপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় শিশুপুত্র তাইফুজ্জামান নিহত হয়। আহত হন চাচা মাসুদুজ্জামান। অবস্থা বেগতিক দেখে চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় মাসুদুজ্জামান তার ভায়ের ছেলে তাইফুজ্জামানকে বাঁচাতে একটি সিএনজি করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছুনোর আগেই তার শিশুটির মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ট্রাকটি ও মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আরটিভি/এমকে-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |