• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

কালিয়াকৈর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২৪, ১৯:০৬
ছবি : আরটিভি

গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে উপজেলার মাকিষবাতান এলাকায় প্রেস ক্লাবের হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীর সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।

এ সময় আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম, বঙ্গবন্ধুর সৈনিক লীগ, কালিয়াকৈর উপজেলার শাখার সভাপতি কিরণ মাহমুদ ওয়াসি ও খালেকের প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলিম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম সহ থানা পুলিশ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈরে বিএনপির কর্মিসভা
কালিয়াকৈরে বাসচাপায় ব্যবসায়ী নিহত 
কালিয়াকৈরে বন্ধুকে কুপিয়ে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ 
কালিয়াকৈরে সাংবাদিকদের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন