• ঢাকা মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
logo

তুচ্ছ ঘটনায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২৪, ২২:০৪
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে দুইভাগে বিভক্ত হয়ে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পরে। পরে বিজয়নগর থানা পুলিশ ও জেলা পুলিশের একাধিক টিম তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাত্ক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় দাঙ্গা নিয়ন্ত্রণ করতে গিয়ে ৪ জন পুলিশ আহত হয়।

এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলো পাইকপাড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৬০), মৃত হাসান আলীর ছেলে খুরশেদ আলম ওরপে আলফু ( ৬২), হাজীপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মো. আব্দুল বাছির (৫৫), মো. হাবিবুর রহমানের ছেলে মো. আনাস মিয়া (৩৮), খাটিংগা গ্রামের মোঃ আব্দুল হেমিকের ছেলে আব্দুর নুর (৫৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিন বিরোধ চলছিল। কয়েক মাস যাবত জমি বিক্রি ও দলিল করাকে কেন্দ্র করে এই বিরোধ চরম আকার ধারণ করে। তার মধ্যে বুধবার দুপুরে দুই শিশুর মধ্যে ঝগড়া লাগার জেরে উভয় পক্ষ দাঙ্গায় জড়িয়ে পড়ে।

বিজয়নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান জামিল জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৯০৫, আহত ২১৮ শ্রমিক
সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৬
শেরপুরে বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫