• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে ১০ জেলে আটক, ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্ট (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২৪, ২৩:১৩
ছবি : আরটিভি

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরায় দায়ে ১০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) ভোরে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর নামক স্থান থেকে মাছ ধরা অবস্থায় হাতে নাতে আটক করা হয়।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন, আনোয়ার হোসেন (৩৫), আব্দুল খালেক (১৯), মো. নিরব (১৫), মো. বিল্লাল হোসেন (১৪), আব্দুর রকমান (১২), মো. হাসান (২০), মো. সোহাগ (১৮), মো. জলিল (২১), মো. আব্দুস সোবাহান (১২) ও মো. ওয়াসিম (১৪)। এসব জেলেদের বাড়ী শরীয়তপুর ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

ওসি কামরুজ্জামান বলেন, আটক জেলেদের সাথে থাকা ১ হাজার ৭শ’ মিটার অবৈধ কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আটক ১০ জেলের মধ্যে ৫ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে মামলা এবং ৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদগঞ্জে বিএনপির জনসভা
ভবন থেকে পড়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
মেঘনায় ১০টি বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৮