• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

দুদিন পর সাইফুলের মরদেহ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২৪, ১২:৪০
দুদিন পর নিহত সাইফুলের মরদেহ ফেরত দিলো বিএসএফ
ছবি : সংগৃহীত

ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হওয়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সাইফুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে রোকনপুর সীমান্তের শূন্যরেখায় বিএসএফ সদস্যরা বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হন সাইফুল ইসলাম। বুধবার সাইফুলের পরিবার ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে সাইফুল নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে আসছিল। তবে বিজিবির পক্ষ থেকে তখন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান।

তিনি জানান, বিজিবির পক্ষ থেকে নিখোঁজ থাকা সাইফুল ইসলামের বিষয়ে বুধবার বিএসএফের কাছে জানানো হয়েছিল। পরে বিএসএফ এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। বৃহস্পতিবার রাতে মরদেহ হস্তান্তর করেছে তারা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম হয়ে ভারতের কারাগারে, যে বর্ণনা দিলেন সুখরঞ্জন
বিরাটের আউটে বিপদে ভারত, এখনও ৩১০ রানে পিছিয়ে
মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবস্থা সংকটাপন্ন