• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২৪, ১৫:৩৯
নারায়ণগঞ্জে শিশুকে শ্বাসরোধ করে হত্যা
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সাকিব সিকদার (১০)।

শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী এলাকায় তার নানার বাড়ির পাশে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাকিব রুপগঞ্জের গোলাকান্দাইল এলাকার জিকু সিকদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ।

তিনি বলেন, ১৭-১৮ দিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলার পাচঁরুখী গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে তার মা তাকে ব্লেড আনতে তাকে বাজারে পাঠায়। এরপর থেকে সাকিব আর বাড়ি ফেরেনি। এ দিকে শুক্রবার বেলা ১১টার দিকে তার নানার নতুন বাড়ির পাশে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, সাকিবের সামান্য বাক প্রতিবন্ধিতা ছিল। মুখের কথা অস্পষ্ট ছিল। শিশুটি মাঝে মাঝে বেড়াতে আসলে নানার পুড়ির দোকানে কাজ করতো। মরদেহের গায়ে আঘাতের চিহ্ন ও খুন্তি ছ্যাঁকা দেওয়াসহ রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ
লক্ষ্মীপুরে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ
স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু গণতন্ত্র এখনও প্রতিষ্ঠা হয়নি: গিয়াসউদ্দিন
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার, সেক্রেটারি মানোয়ার