সম্প্রতি আরটিভি নিউজে ‘হিলি বাজারে বেড়েছে মুরগির দাম’ এমন সংবাদ প্রচারের পর দিনাজপুরের হিলিতে মুরগির বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মুরগি ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করেন হাকিমপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।
এ সময় মহব্বত আলী ও শাহিন নামের দুই মুরগি ব্যবসায়ীকে ২০০৯ এর ৩৮ ধারায় ৫০০ টাকা করে জরিমানা করা হয়। সেই সঙ্গে সকল মুরগি ব্যবসায়ীকে মূল্য তালিকা রাখার জন্য বলা হয়।
হাকিমপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন বলেন, রমজান মাস এবং ঈদকে সামনে রেখে হিলিতে বাজারে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। তাই নিয়মিত অভিযানের মাধ্যমে এই দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।