• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারী-শিশুসহ নিহত ৩

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২৪, ১৭:২০
ঝালকাঠিতে বজ্রপাতে নারী ও শিশুসহ নিহত ৩
ছবি : আরটিভি

ঝালকাঠিতে গবাদি পশু আনতে গিয়ে বজ্রপাতে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

নিহতরা হলেন হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা (১১)।

নিহত হেলেনা বেগমের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে, মিনারা বেগমের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গ্রামে ও মাহিয়া আক্তার ঈশানার বাড়ি পোনাবালিয়া গ্রামে।

এর মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিনী এবং মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, কালবৈশাখী ঝড়ে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে তারা বজ্রপাতে নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, আজ সকাল ১০টার দিকে হঠাৎ করে ঝালকাঠির আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সঙ্গে বৃষ্টি ও দমকা বাতাস ছিল। কালবৈশাখী ঝড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজাহান ওমরসহ ২০৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
রাজাপুর হানাদারমুক্ত দিবস আজ
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
ঝালকাঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ক্যাবের সুলভ মূল্যের বাজার চালু