• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফজরের নামাজ পড়তে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২৪, ১৮:২১
ফজরের নামাজ পড়তে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে
ওয়াদিওর রহমান। ছবি : আরটিভি

টাঙ্গাইলে ঘাটাইলে ফজরের নামাজ পড়তে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন ওয়াদিওর রহমান ওরফে বাবলু ডাক্তার নামে এক বৃদ্ধ (৭০)।

রোববার (৭ এপ্রিল) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া।

নিহত বাবলু ডাক্তার উপজেলার দিঘর ইউনিয়নের আঠারোদানা এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বাবলু ডাক্তার সেহেরি শেষ করে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। বাড়ির সামনের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে মসজিদে যাওয়ার সময় একটি দ্রুতগামী মিনিট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হচ্ছে ভাসানীর মৃত্যুবার্ষিকী
ভাসানীর জন্ম না হলে আমরা বাংলাদেশের নাগরিক হতাম না: কাদের সিদ্দিকী
সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা সাইফুল্লাহ
তারেক রহমান কারো সঙ্গে আঁতাত করেননি, আপস করেননি: টুকু