নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় গোলাম মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার ভাদুরিয়া বাজারের অদূরে এ দুঘটনা ঘটে।
নিহত গোলাম মিয়া উপজেলার কালিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত গোলাম মিয়া ভাদুরিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দলারদর্গাকে এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন