• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

নবাবগঞ্জে ট্রিপল হত্যা মামলায় কবর থেকে লাশ উত্তোলন

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৭
ছবি : আরটিভি

দিনাজপুরের নবাবগঞ্জ থানায় করা ট্রিপল হত্যা মামলায় লাশ দাফনের ২ বছর সাত মাস ৮ দিন পর কবর থেকে লাশ তোলা হয়েছে। নবাবগঞ্জ থানা পুলিশ লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের উপস্থিতিতে নবাবগঞ্জ থানার এস আই শাহিনুর ইসলামসহ সঙ্গীই ফোর্স উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম, নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেনের লাশ কবরস্থান থেকে উত্তোলন করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রামবাসীর উপস্থিতিতে ট্রিপল মাডারের লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় লাশ দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২০২২ সাল ৩০ মার্চ রাত সোয়া ১২টার দিকে তারা উপজেলার বিনোদনগর ইউনিয়নে নবাবগঞ্জ-কাঁচদহ পাকা সড়কে কৃষ্ণপুর এলাকায় শাহিনুর রহমানের নেতৃত্বে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকেন। রিমন, কিবরিয়া ও সাব্বিরের মৃত্যু নিশ্চিত করার পর আসামিরা তাদের লাশ রাস্তার পাশে ফেলে চলে যান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের পরিবার ওই তিনজনের লাশ শনাক্ত করেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা, ২ আসামি রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে হতাহত ৬ কিশোর
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার
ট্রানজিট পয়েন্ট পরিদর্শন নেপাল দূতাবাস কর্মকর্তার