• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ 

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ০৯ এপ্রিল ২০২৪, ১২:০৯
পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ 
যুবদল নেতা আকরাম হোসেন। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আকরাম হোসেন নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে হরিপুর থানায় এ ঘটনা ঘটে।

আকরাম হোসেন হরিপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও একই উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াবের ছেলে।

আকরামের পরিবারের লোকজন জানান, রোববার দিবাগত রাতে আকরামকে আটক করে হরিপুর থানায় নিয়ে যায় পুলিশ। এরপর থানা হাজতে তাকে আটক রাখা হয়। সোমবার দুপুরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় থানাতেই তার মৃত্যু হয়।

এ সময় পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন স্বজনরা।

তবে হরিপুর থানার ওসি আব্দুল লতিফ শেখে জানান, ১১০ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ আকারম হোসেন ও অপর দুজনকে আটক করা হয়। থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার দুপুরে আসামিদের ঠাকুরগাঁও আদালতে পাঠানোর সময় আকরাম হোসেন অসুস্থবোধ করেন। চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গেই তাকে হরিপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতা ডা. শামিমুজ্জামান বলেন, থানা পুলিশ চিকিৎসার জন্য একজনকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালের আসার পূর্বেই তার মৃত্যু হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত
সন্দ্বীপে যুবদল নেতার মারধরে বিএনপি কর্মীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় শীতবস্ত্র পেলেন ৪০০ শীতার্ত
মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত