• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২৪, ২৩:৫৬
ছবি : আরটিভি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কিশোরগঞ্জ সরকের বরাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লার ছেলে সদ্য বিদেশ ফেরত নাঈম (২৮) এবং পাইক লক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে শরীফ (২২)।এছাড়া লিজা (২৩) নামের একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যা ৬ টার দিকে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘঠনাস্থলে নাঈম মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে শরীফ মারা যায়, এছাড়া শরীফের বোন লীজা আহত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, বরাটিয়া এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই কলেজছাত্র নিহত
ইজতেমা মাঠে সংঘর্ষ: সাদপন্থী ওয়াসিফুলসহ ২৩ জনের আগাম জামিন
অস্ট্রেলিয়ায় সমুদ্রে বিধ্বস্ত বিমান, নিহত ৩
ইসরায়েলি আগ্রাসনে ১৫ মাসে গাজায় নিহত ৪৫ হাজার ৯০০