দেশকে অস্বীকারকারীরাই রমনা বটমূলে হামলা চালিয়েছিল : মোরশেদ আলম
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির আসল উৎসব। যারা বাংলাদেশকে স্বীকার করে না তারাই রমনা বটমূলে পহেলা বৈশাখে হামলা চালিয়েছিল।
রোববার (১৪ এপ্রিল) দুপুরে সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাঙালি জাতির প্রধান উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। দিন যতই যাচ্ছে আমরা তার ঐতিহ্য হারাতে বসেছি। আমাদের নববর্ষের কৃষ্টি কালচারকে ধরে রাখতে হবে। বাংলা নববর্ষের ঐতিহ্য যখন হারাতে বসেছে তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার তা পুনরুজ্জীবিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দিপু, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাসের দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া আল মামুন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মন্তব্য করুন