মামার বিয়েতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়ায় মামার বিয়েতে গিয়ে বংশাই নদীতে নিখোঁজ ১০ বছরের শিশু মাশিয়ানের মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) সকালে তার মরদেহ নদীতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
এর আগে রোববার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় মো. মাশিয়ান। সে ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদারের ছেলে। এ বছর ২০ পারা কোরআনের হিফজ শেষ করেছে সে।
সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলীম জানান, এলাকায় নাহিদ হোসেন নামে একজনের বিয়ে উপলক্ষে তার ভাগ্নে তাদের বাড়িতে আসে। এ সময় মাশিয়ানসহ তিন শিশু বংশাই নদীতে গোসল করতে নামলে তিনজনই ডুবে যেতে থাকে। পরে স্থানীয়রা দুজনকে তাৎক্ষণিক উদ্ধার করতে পারলেও অপর মাশিয়ান নিখোঁজ হয়। তাকে উদ্ধারে এলেংগা ফায়ার সার্ভিসের ডুবুরি দল কার্যক্রম চালিয়েও ব্যর্থ হয়।
তিনি আরও জানান, সোমবার সকালে স্বজনরা নদীর পাড়ে গিয়ে তার মরদেহ ভেসে থাকতে দেখেন। শিশু মাশিয়ানের মরদেহ তার গ্রামের বাড়ি ঘাটাইল নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে কালিহাতী উপজেলার ওসি কামরুল ফারুক জানান, নদীতে নিখোঁজ শিশু মাশিয়ানের মরদেহ উদ্ধার হয়েছে।
মন্তব্য করুন