• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৫
বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে যাত্রীবাহী পিকআপ উল্টে গিয়ে এক নারী নিহত হয়েছেন। তার নাম জিকু চাকমা।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বাঘাইছড়ির কচুছড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস মোহাম্মদ।

তিনি বলেন, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বিহারপাড়া এলাকা থেকে পিকআপযোগে ২০-২২ জন নারী-পুরুষ দুপুর ১টায় বাঘাইছড়ি ইউনিয়নের মিলনপুর ভাবনা কুঠির বিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে বিকাল ৫টায় অনুষ্ঠান শেষে মহালছড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সীমান্ত সড়কের কচুছড়ি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে দুর্ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি। পিকআপে থাকা প্রত্যেকেই আহত হয়েছেন। যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় জিকু চাকমা নামের একজন মারা গেছেন। তার মরদেহ খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট গভীর খাদে পর্যটকবাহী জিপ, আহত ১০ 
৫ ডিসেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন
ফিরতে শুরু করেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা