• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২৪, ২২:১৩
নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিবিড় শেখ। ছবি : আরটিভি

ঠাকুরগাঁও সদর উপজেলার মাদরাসা পাড়া থেকে নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশের গলি থেকে নিবিড় শেখ (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিবিড় ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের মাদরাসা পাড়া এলাকার বাসিন্দা ও পৌর শহরের ওমান প্রবাসী আব্দুস সালাম বাবলুর ছেলে। সে সালান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ। আটককৃত আলিফ এলাকার শিপন আলীর ছেলে ও লিখন একই এলাকার ফজর আলীর ছেলে।

শনিবার (২০ এপ্রিল) সকালে বাড়ির পাশের গলিতে নিবিড়ের মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি নিবিড়। এ নিয়ে সদর থানায় জিডি, মাইকিং ও ইন্টারনেটে ব্যাপক প্রচার এবং খোঁজ করা হলেও তার সন্ধান মেলেনি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো. ফিরোজ ওয়াহিদ জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধলেশ্বরী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার 
শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার
পূর্বাচলের লেক থেকে সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার
ঢামেকের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার