• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

নদীতে গোসলে নেমে নিখোঁজ নৌ সৈনিক, মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ এপ্রিল ২০২৪, ০৮:৩৫
ছবি : সংগৃহীত

ফেনীর মুহুরি নদীতে নিখোঁজ নৌবাহিনীর সদস্য আবুল হাসানের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

তিনি ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদে ছুটিতে বাড়ি আসেন হাসান। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে শনিবার দুপুরে এলাকার বন্ধুদের সঙ্গে মুহুরী নদীর নাজির বাড়ি সংলগ্ন ঘাট দিয়ে গোসলে নামেন তিনি। হঠাৎ পানিতে ডুবে গেলে চার বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে চট্টগ্রামের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান গণমাধ্যমকে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

প্রসঙ্গত, শনিবার দুপুরে জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন আবুল হাসান নামে ওই নৌ সৈনিক।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন লাখ টাকা চাঁদা দাবি, ফেনীর বহিষ্কৃত সহ-সমন্বয়ক শুভ গ্রেপ্তার
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
নানার বাড়িতে এসে গর্তে পড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের