• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ আটক ২ 

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ এপ্রিল ২০২৪, ২১:০০
সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ আটক ২ 
ছবি : আরটিভি

সোনারগাঁয়ের নানাখী এলাকা থেকে ৪৯ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নানাখী এলাকার ফজল খানের মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নানাখী গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মো. আ. রহমান (৫২) এবং একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে মো. বাবুল (৬০)।

সোনারগাঁ থানার এসআই মেহেদী হাসান খাঁন জানান, রোববার আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নানাখী এলাকার ফজল খানের মাঠ থেকে তাদেরকে একটি গোলাপী রঙের লাগেজসহ গ্রেপ্তার করা হয়। পরে লাগেজ তল্লাশি করে ভেতর থেকে ৪৯ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস আই পঙ্কজ কান্তি সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে শিয়াল
হেফাজতকাণ্ডে সোনারগাঁয়ে দুই সাবেক সাংসদসহ ১২৮ জনকে আসামি করে মামলা
কবরস্থানের জমি বিক্রি, দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন 
সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান, কারেন্ট জাল জব্দ