• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২৪, ১৩:৪১
কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১০ জন আহত
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি পাগলা কুকুর নারী- শিশুসহ দশজনকে কামড়িয়ে আহত করেছে।

শনিবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটার মধ্যে উপজেলা সদরের পানিমাছকুটি ও পার্শ্ববর্তী চন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পানিমাছকুটি গ্রামের জালাল উদ্দীন (৩৬), মীম আক্তার (১১), মুবিন (৫), নুরনাহার বেগম (৩৬), মোহাম্মদ আলী (১৫), আশিক (৯), চন্দ্রখানা গ্রামের তৈয়ব আলী (৬৯) ও আনছার আলীসহ (৫১) অজ্ঞাত আরও দু’জন। আহতরা সবাই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে ভারতীয় সীমান্ত এলাকা থেকে পাগলা কুকুরটি উপজেলার পানিমাছকুটি গ্রামে প্রবেশ করে। কুকুরটির মুখ দিয়ে লালা পড়ছিল। পথচারীদের দু-একজন কুকুরটিকে দেখে পাগলা কুকুর, পাগলা কুকুর বলে চিৎকার করতে থাকে। কিন্তু লোকজন কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি যাকে সামনে পায় তাকেই কামড়াতে শুরু করে। পরে লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে উপজেলার ব্র্যাক মোড় হয়ে চন্দ্রখানা কদমতলা অভিমুখে যাওয়ার সময় কুকুরটি পশ্চিম পানিমাছকুটি কাশিয়াবাড়ী গ্রামের হাছেন বাবুর্চির দুটি গরুকে কামড়িয়ে আহত করে। এরপর কিছুদূর গিয়ে চন্দ্রখানা কদমতলা এলাকায় কয়েকজনকে কামড়িয়ে দেয়। এ সময় লোকজন ঘেরাও করে পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেন।

ওই এলাকার বেলাল মিয়া ও রফিকুল ইসলাম বলেন, পাগলা কুকুরটি এই এলাকা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি বেওয়ারিশ কুকুরকেও কামড়িয়েছে। এখন তো সেগুলোও পাগল হয়ে মানুষসহ গরু-ছাগলকে কামড় দেবে। এ নিয়ে আমরা আতঙ্কে আছি।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা জানান, পাগলা কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ নেই। তাই তাদেরকে জরুরি ভিত্তিতে জেলা সদরে গিয়ে জলাতঙ্ক ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমার মৃত্যুর জন্য জাহেদা দায়ী, জীবনটা নষ্ট করেছে কাওছার’
কুড়িগ্রামে ৬৬ পদাতিক ডিভিশনের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ আসামি ছিনতাই
নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার