• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

প্রেমিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২৪, ১৬:১৬
প্রেমিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
ছবি : আরটিভি

নরসিংদীর পলাশে ৭ম শ্রেণিতে পড়ুয়া মাদরাসার এক ছাত্রীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সাকিব মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ এপ্রিল) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিব মিয়া কুমারটেক গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত সাকিব মিয়া মাদরাসায় পড়ুয়া ওই কিশোরীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেওয়াসহ উত্ত্যক্ত করতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুযোগে সম্প্রতি কথা বলার জন্য ওই কিশোরীকে একই গ্রামের কারিমা (৩৫) নামের এক নারীর ফাঁকা বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করে সাকিব মিয়া। পরে সেখান থেকে ওই কিশোরী দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানায়নি মেয়েটির পরিবার। তবে গত ১৬ এপ্রিল ফের ওই কিশোরীকে কুপ্রস্তাব দিলে বিষয়টি সামাজিকভাবে জানাজানি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিলে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিব মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পুষ্পা ২’ না দেখতে দেওয়ায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, অতঃপর...
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রেস্তোরাঁ ম্যানেজার নিহত
মালিবাগে আবাসিক হোটেলে প্রবাসীর ঝুলন্ত মরদেহ, প্রেমিকা গ্রেপ্তার
প্রেমিকার লাগেজ নিয়ে চম্পট, প্রেমিক গ্রেপ্তার