• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২৪, ১৭:৫০
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে
ছবি : সংগৃহীত

লালমনিরহাটে আলোচিত শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর খানকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে জেলা দায়রা জজ মিজানুর রহমান এ আদেশ দেন।

এর আগে দুপুরে লালমনিরহাটে অতিরিক্ত দায়রা জজ মিজানুর রহমানের আদালতে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলার এজাহারভুক্ত বিএনপি ৯ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে দুই জনের জামিন না মঞ্জুর করেন আদালত।

জানা যায়, গত বছরের ২৯ আগস্ট বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে উভয় দলের সংঘর্ষে আহত হন শ্রমিক নেতা জাহাঙ্গীরসহ অনেকে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উক্ত ঘটনার ৩ দিন পর লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতা শামসুর রহমান বহিষ্কার 
বিএনপি নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি নেতা হাফিজের টিন আত্মসাতের মামলা স্থগিত
লালমনিরহাটে ন্যায্য দাম না পেয়ে জমিতেই নষ্ট হচ্ছে ফুলকপি