• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

নবাবগঞ্জে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২৪, ১১:০৪
নবাবগঞ্জে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
ছবি : আরটিভি

দিনাজপুরের নবাবগঞ্জে মাটিচাপায় আজিজুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার ভাদুড়িয়া ইউনিয়নের বাজারে একটি পুরতান মসজিদের ভিত্তি তৈরি করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম তাওহীদ।

নিহত শ্রমিক দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলেয়া গ্রামের মৃত আজাদ আলীর ছেলে আজিজুল ইসলাম (২৫)।

স্থানীয়রা জানান, সকাল থেকে কিছু শ্রমিক মাটি খোঁড়ার কাজ করছিলেন। এমতাবস্থায় মাটি ধসে পড়লে দুজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা একজনকে দ্রুত উদ্ধার করলেও অপর শ্রমিক আজিজুলকে উদ্ধার করতে দেরি হওয়াতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম তাওহীদ।

তিনি বলেন, মোবাইল ফোনে জানতে পারি ভাদুরিয়া ইউনিয়নে মাটিচাপায় একজন শ্রমিক নিহত হয়েছেন। আজিজুল রহমান নামের ওই শ্রমিক গত কয়েক দিন ধরে ভাদুরিয়া বাজার পুরাতন মসজিদের নির্মাণ কাজে যুক্ত ছিলেন।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে আজিজুলসহ কয়েকজন শ্রমিক মাটির পনেরো ফিট নিচে ভিত্তি স্থাপনে পাইলিংয়ের কাজ করছিলেন। মাটি নরম থাকায় ওপর থেকে তা ধসে পড়লে দুজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে তাদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আজিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন নজরুল ৩ দিন ধরে নিখোঁজ
ট্রাক্টরের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত, চালক আটক
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
নবাবগঞ্জে ট্রিপল হত্যা মামলায় কবর থেকে লাশ উত্তোলন