• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ এপ্রিল ২০২৪, ২১:০৮
ফাইল ছবি

বাগেরহাটের মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় রাহেলা বেগম (৬৫) নামের এক ভ্যানযাত্রী ও আজাহার মুন্সি (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) সকালে মোল্লাহাট উপজেলার হাসপাতাল-বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানযাত্রী রাহেলা বেগম ভান্ডারখোলা গ্রামের মৃত আলী আকবর মোল্লার স্ত্রী ও ভ্যানচালক আজাহার মুন্সি কাহালপুর পূর্ব পাড়া আকবর মুন্সির ছেলে।

নিহতের স্বজনরা জানান, ভ্যানযাত্রী রাহেলা বেগম জামাইয়ের বাড়ি সিঙ্গাতী যাচ্ছিলেন ভ্যানে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলি তাদের চাপা দেয়। এতে দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয় যাত্রী রাহেলা বেগমের। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ভ্যানচালক আজাহার মুন্সির।

বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম জানান, মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বালুবাহী ট্রলি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাড়ি দুর্ঘটনায় মাশরাফীর মৃত্যু, যা জানা গেল
বাগেরহাটের শরণখোলায় ট্রলিচাপায় চালক নিহত
শুটিং সেটে দুর্ঘটনার শিকার অর্জুন-ভূমি
ঘোড়াশালে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ১