• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ২৬ এপ্রিল ২০২৪, ১৭:২৫
লালমনিরহাটে ‘হিটস্ট্রোক’ করে পেপার বিক্রেতার মৃত্যু 
ছবি : আরটিভি

লালমনিরহাটের কালীগঞ্জে হিটস্ট্রোকে এক পত্রিকা বিক্রেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চামটাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাসেদুল ইসলাম পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ক্ষুব্ধ বিছনদই এলাকার বদর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রাসেদুল দুপুরে চামটারহাট একটি ভাতের হোটেল থেকে দুপুরের খাবার শেষে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরে তিনি মারা যান। স্থানীয়রা ধারণা করছেন, রাশেদুল অতিরিক্ত গরমে ‘হিটস্ট্রোক’ করে মারা গেছেন।

মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানাতে পারবো।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
লালমনিরহাটে চুরির অভিযোগে মারধর, ইজিবাইকচালক নিহত
লালমনিরহাটে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে নিহত ৪