• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৪
গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
ছবি : সংগৃহীত

গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশরাফ আলী (৫০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের সাহার ভিটার গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাদেকুল ইসলাম (৩৫)। কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের আবুল হোসেনের ছেলে সাদেক।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আশরাফ আলী রিকশা নিয়ে কুপতলা থেকে বাড়ি ফিরছিলেন। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ৭৫ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে সাদেকুল আশরাফ আলীর পথরোধ করেন। এ সময় ছুরি দেখিয়ে রিকশা ও চাবি দিয়ে চালককে চলে যেতে বলেন। সেসময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে আশরাফ আলীর পেটে ছুরিকাঘাত করেন সাদেকুল।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন।

এ বিষয়ে ওসি মাসুদ রানা জানান, নিহত রিকশাচালক আশরাফ আলীর স্ত্রী মামলা করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযান চালিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাগুরায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
ফেসবুকে ‘হা-হা’ রিয়েক্ট নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে ৪ তরুণ আহত
মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
গাইবান্ধায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত