রাণীশংকৈলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শানু সরকার (২৫) নামে এক যুবকের আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শানু সরকার উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের গাজির হাট পশ্চিমপাড়া গ্রামের আবু তাহের হোসেনের ছেলে।
তিনি ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়াশোনা শেষ করেছিলেন।
সোমবার (৯ এপ্রিল) ফজরের নামজের পরে স্থানীয় কৃষকরা ধানখেতে সেচ নিতে আসলে গাজিরহাট পাঁচপীর কবরস্থানের পুকুর পাড়ে একটি ছোট্ট আম গাছের ডালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহতের চাচাতো ভাই সাদ্দাম হোসেন বলেন, শানু সরকার ডিপ্লোমা শেষ করে বাড়িতেই বিভিন্ন কাজের সঙ্গেই জড়িত ছিলেন। আমরা তাকে কাল রাতেই দেখেছি, তবে রাতে বাসায় ফিরেছিল কি না এটা জানতাম না।
সাদ্দাম আরও বলেন, এভাবে কেউ আত্মহত্যা করতে পারে না, এটি একটি পরিকল্পিত হত্যা। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন