৯ বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন
দীর্ঘ নয় বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট প্রাঙ্গণে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ ছাড়াও সম্মেলনে আরও বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি শাহেদ খান ও ইবনুল এম হাসান, উপ-সাংস্কৃতিক সম্পাদক শিবলী হাসান জয়, উপ-পরিবেশ সম্পাদক মেহেদি হাসান কিরণ, উপ-ধর্মবিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আমির হোসেন খসরু।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে ছাত্রলীগের পতাকাতলে সমবেত হতে হবে। ছাত্রলীগের সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের যে সমস্যা তার দূর করতে হবে। সম্মেলনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সে লক্ষ্যে নতুন নেতৃত্ব কাজ করার আহ্বান জানানো হয়।
সম্মেলনের শুরুতে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার ওপর নৃত্য পরিবেশন করা হয়।
মন্তব্য করুন