• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সজনে পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৫৮
সজনে পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট, কৃষকের মৃত্যু
ছবি : আরটিভি

রাজবাড়ীর পাংশায় সজনে পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল আজিজ ফাজু (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে পাংশা পৌরসভার কুরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফাজু ওই এলাকার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

মৃত ফাজুর প্রতিবেশী সিরাজুল ইসলাম খান জানান, সোমবার বিকেল ৩টার দিকে বাড়ির কাছে গোবিন্দ কুণ্ডুর গাছে সজনে পাড়তে ওঠেন ফাজু। ওই গাছের পাশে বৈদ্যুতিক খুঁটি ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিল। বিদ্যুতের তারে লেগে সজনে গাছের একটি ডাল আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। তবে বিষয়টি বুঝতে পারেননি ফাজু। ওই ডালে হাত লাগার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ডালে আটকা পড়েন। এ সময় বিদ্যুৎ অফিসে ফোন করা হলে তারা বিদ্যুতের লাইন বন্ধ করে ঘটনাস্থলে এসে মই দিয়ে গাছে উঠে প্রায় আধাঘণ্টা পর ফাজুকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পরিচয়, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে যা ঘটল
হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া, এরপর যা ঘটল
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার