• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে হিটস্ট্রোকে নারীর মৃত্যু 

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ১১:৫৯
ঠাকুরগাঁওয়ে হিটস্ট্রোকে এক নারীর মৃত্যু 
ছবি : আরটিভি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অতিরিক্ত তাপদাহের কারণে হিটস্ট্রোকে লতিফা বেগম (৪০) নামে এক বিধবা নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।

লতিফা বেগম উপজেলার বকুয়া ইউনিয়নের নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।

বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান আবু তাহের বলেন, ৪০ দিনের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পায় তার দেবর ইলিয়াস। সোমবার সকালে দেবরের পরিবর্তে শ্রমিক হিসেবে কাজে আসেন ল‌তিফা বেগম। একটি রাস্তা সংস্কারে মা‌টি কাটার কাজ কর‌ছিলেন তি‌নি। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অন‌্য শ্রমিকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প‌থে তি‌নি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমদ।

তিনি বলেন, তীব্র তাপপ্রবাহে তিনি মাটি কাটার কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, তাপপ্রবাহ সহ্য না হওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন এবং স্ট্রোক করেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত
ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় শীতবস্ত্র পেলেন ৪০০ শীতার্ত
দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, যা জানা গেল
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু