দিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে রাহেলা (৪৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় তার মৃত্যু হয়।
রাহেলা উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউপির ২ নম্বর ওয়ার্ড চুনিয়াপাড়া গ্রামের আবদুল হামিদের স্ত্রী।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত রাহেলার স্বামী ভূমিহীন হওয়ায় পরিবার নিয়ে তার বড় ভাইয়ের বাড়িতে বসবাস করতেন। তারা জীবিকা নির্বাহের জন্য মাটিকাটার কাজসহ অন্যের জমিতে কাজ করতেন। মঙ্গলবার দুপুরে রান্নার কাজের জন্য বাড়ির পাশে খড়কুটো জোগাড় করতে যান। এ সময় অতিরিক্ত গরমে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার হিটস্ট্রোকেই মৃত্যু হয়েছে।