• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আইফোন খোয়ালেন মন্ত্রী

আরটিভি নিউজ

  ০১ মে ২০২৪, ১৭:১০
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল (সংগৃহীত ছবি)

জামালপুরের ইসলামপুরে নিজ এলাকায় এক নারীর জানাজায় গিয়ে মোবাইল হারিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রী হাসনা মোশারফের জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। নামাজের আগ মুহূর্তে তার ব্যবহৃত অ্যাপল ব্র্যান্ডের মোবাইলের এয়ারপ্লেন মোড অন করে কোনো এক ব্যক্তির হাতে দেন। কিন্তু নামাজের পর সেই ব্যক্তি আর মোবাইল ফোনটি ফেরত দেননি। কার কাছে মোবাইল দিয়েছেন সেটাও মনে নেই মন্ত্রীর।

এ বিষয়ে ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, মঙ্গলবার ধর্মমন্ত্রী একটি জানাজায় অংশ নেন। নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে মোবাইল ফোনটির এক ব্যক্তির হাতে দেন। পরবর্তীতে কার কাছে মোবাইল ফোনটি দিয়েছেন সেটা তিনি মনে করতে পারছেন না।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। সেটি উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ৪, জানাজা অনুষ্ঠিত 
হারিছ চৌধুরীর জানাজা রোববার 
ফায়ার সার্ভিস কর্মী নয়নের জানাজা সম্পন্ন
ফায়ার সার্ভিস কর্মী নয়নের জানাজা বাদ জোহর