• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বিশ বছর আগে হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেলেন সুজন

সোনারগাঁ প্রতিনিধি (নারায়ণগঞ্জ), আরটিভি নিউজ

  ০১ মে ২০২৪, ২১:৪৩
ছবি : আরটিভি

বিশ বছর আগে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী ভাই এটিএম মাসুদ ওরফে খোকাকে (৩২) ফিরে পেয়েছেন তার ভাই সুজন।

বুধবার (১ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেপারীবাজারে প্রতিবন্ধী খোকাকে তার ভাই সুজনের হাতে তুলে দেন মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠন (একটি মানবিক সংগঠন)। খোকা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নে চর তারাকান্দি গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন মাস্টারের ছেলে।

খোকার ভাই সুজন বলেন, আমার ভাই গত বিশ বছর আগে নরসিংদী থেকে হারিয়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এলাকায় আমরা মাইকিং করে ও পোস্টার লাগিয়ে তার কোনো খোঁজ পাইনি। এভাবেই কেটে যায় বিশ বছর। গত মঙ্গলবার ভাইকে খুঁজে পাওয়ার একটি খবর আসে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শাকিলের মাধ্যমে জানতে পারি।

তিনি জানান, আমার ভাই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট আছেন। পরে আজ (বুধবার) আমি ও আমাদের এলাকার মেম্বারকে নিয়ে সোনারগাঁয়ের মেঘনা ঘাট আসি, এখানে মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠনের শাহাজালাল ও স্থানীয় সেলিম রেজা মেম্বারের মাধ্যমে খোকাকে আমাদের হাতে তুলে দেন। ভাইকে পেয়ে আমি ও পরিবারের সবাই দারুণ খুশি।

মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক শাহজালাল বলেন, তাকে আমরা করোনার সময় রাস্তায় দেখতে পাই তখন আমি ও আমার সংগঠনের লোকজন তাকে নিয়ে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলি। ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিবন্ধী খোকাকে তার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিবকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন
চাঁদপুরে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব, ১৫ দিনে পাঁচ সহস্রাধিক রোগীর চিকিৎসা 
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল
খালেদা জিয়ার বিদেশযাত্রা ঘিরে যানজট, দুঃখ প্রকাশ বিএনপির