লাখাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
আসন্ন ৬ষ্ঠ লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে অনলাইনে ১৫ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২ মে) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান আলহাজ এডভোকেট মো. মুশফিউল আলম আজাদ, বর্তমান ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মাহফুজুল আলম মাহফুজ ও ইকরামুল মজিদ চৌধুরী শাকিল।
ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীরা হলেন আবদুল মতিন মাষ্টার, রাসেল আহমেদ, কাউছার আহমেদ, আরিফ আল হাসান, রাজিব কান্তি রায় রাজু, নোমান মোল্লা ও মানিক মোহন দাশ।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মোছা. নাঈমা আক্তার সুমি, তানজিলা রহমান প্রিয়া ও রেনু আক্তার।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ মে মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১৩ মে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ ও ২৯ মে বুধবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সহকারী রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন